নওগাঁর ধামইরহাটে বর্ষিয়ান রাজনীতিবিদ নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ৬ নং জাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জননেতা মোকাররম হোসেন আহম্মদ (৯৫) ১৭ এপ্রিল ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.. রাজেউন)। বর্ণাঢ্য এই রাজনৈতিক ব্যত্বিত্ব মুকুন্দপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও মঙ্গলবাড়ী ময়েজ উদ্দিনে মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মোকারম হোসেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। বুধবার বাদ আছর মঙ্গলবাড়ী কলেজ মাঠে জানাযা নামাজ শেষে কলেজ চত্বরে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি ১ স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযায় অংশ নেন জয়পুরহাট জেলা আ.লীগের সভাপতি ও সাংসদ সামসুল আলম দুদু, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, নওগাঁ জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি আবদুল মালেক, উপজেলা আ.লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, আ.লীগ নেতা ওবায়দুল হক সরকার, মাহফুজার রহমান মুকুল, খাজা ময়েন উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ফজলুর রহমান সকল বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে নওগাঁ-২ আসনের সাংসদ বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, ধামইরহাটের কৃতী সন্তান নির্বাচন কমিশনার কবিতা খানম গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।