দাকোপে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার খুলনা ইশরাত জাহান, খুলনা সিভিল সার্জন ডাঃ এ এসএম আবদুর রাজ্জাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মোকাররম হোসেন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আবদুল কাদেরসহ ইউনিসেফ বাংলাদেশ এবং ইউএসএআইডি-এর প্রতিনিধিবৃন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ডাঃ শামীম-উজ-জামান, ডাঃ সাইফুদ্দীন আহম্মেদ, ডাঃ মোঃ তোফাজ্জল হোসাইন, পরিসংখ্যানবিদ মোঃ এনায়েত আলী। জনস্বার্থে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক সচেতনতা, হাসপাতাল চত্ত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিয়ান এবং সন্ধ্যায় চালনা পৌরসভাস্থ বৌমার গাছতলায় স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শিত হয়েছে।