খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ও তিলডাঙ্গা ইউনিয়নে কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রামকৃষ্ণ সেবাশ্রম ও ব্যক্তিগত ত্রাণ বিতরণ করা হয়েছে। খাবার থেকে শুরু করে নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরীর উপকরণ আছে এসব ত্রাণসামগ্রীর মধ্যে।
সম্প্রতি ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার সুতারখালী ইউনিয়নের গুনারী কালীবাড়ি গ্রাম ও তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনিবাসিয়া গ্রাম। ওই দুই গ্রামসহ উপজেলায় প্রায় ৯৮০টি পরিবারের সহ¯্রাধীক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বহু বাড়ী আংশিক ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পোদ্দারগঞ্জ বাজারস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ও বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজি মহারাজের অর্থায়নের ওই দুই গ্রামের ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র ১০০ জন ব্যক্তির মাঝে চাল ও শাড়ি-লুঙ্গি এবং ব্যক্তিগতভাবে সাবেক সাংসদ ননীগোপাল ম-লের পক্ষ থেকে ত্রিপল, হাঁড়ি বিতরণ করা হয়। সাবেক সাংসদ ননীগোপাল ম-লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শ্রীমৎ স্বামী কালীকেশানন্দজি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, আ.লীগ নেতা অসিত বরণ সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী ও পোদ্দারগঞ্জ সেবাশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ সরদার। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আফজাল হোসেন খান, নীলকমল সরদার, কমলেশ বাছাড়, সাইফুল ইসলাম, ইউপি সদস্য নিমাই ম-ল, সুপ্রভাত ম-ল, আ.লীগ নেতা ভবেন্দ্রনাথ ম-ল প্রমুখ।