দাকোপ উপজেলার সুতারখালি ও তিলডাঙ্গা ইউনিয়নে কালবৈশাখীর ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয় পক্ষ থেকে নগত অর্থ, ঢেউটিন ও খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ত্রান বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার খুলনা ইশরাত জাহান, খুলনা সিভিল সার্জন ডাঃ এ এস,এম আবদুর রাজ্জাক, জেলা ত্রান ও পূনবাসন কর্মকর্তা মোঃ আজিজুল হক জোয়াদ্দার, খুলনা নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাশ, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মোকাররম হোসেন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, শেখ আবদুল কাদের, মাসুম আলী ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ননী গোপাল দাস, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন ফকির, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল প্রমুখ। এ সময় ২টি ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে নগত ৬ হাজার টাকা, ২ ব্যান্ডেল করে ঢেউটিন, ঝড়ে আহত ২০ জন ব্যক্তিকে নগত ৫ হাজার করে টাকা এবং ১১শ’ প্যাকেট খাদ্য সমগ্রী বিতরণ কর হয়। এ ছাড়া প্রধান অতিথি দাকোপের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।