৩৯ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় দিনাজপুর ক্রিকেট দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় দিনাজপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনাজপুর বড় ময়দান থেকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর নেতৃত্বে আনন্দ র্যালীটি বের হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় ময়দানে গিয়ে র্যালীটি শেষ হয়।
উল্লেখ্য, ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনাজপুর বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩৯তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় দিনাজপুর ক্রিকেট দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় প্রধান অতিথি হিসেবে তাঁদের সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশিদ, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনসহ কোচ ও খেলোয়াড়বৃন্দ অংশ নেন।