গরু খামারীদের অধিক লাভের আশায় অসদুপায় অবলম্বন না করার আহবান জানিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী হৃষ্টপুষ্ট গরু‘র প্রদর্শনী ও প্রতিযোগীতা।
হৃষ্টপুষ্ট গরু‘র প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গরু মোটা তাজাকরনে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সুফল প্রাপ্তির বিষয়ে গরু খামারীদের সর্তক থাকার আহবান জানান আলোচনা সভায় বক্তারা।
গরু হৃষ্ট পুষ্ট করন প্রদর্শনী ও প্রতিযোগীতায় উথরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরু খামারীদের প্রায় অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়।
গরু হৃষ্ট পুষ্টকরন প্রদর্শনী ও প্রতিযোগীতা পরিদর্শন শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে এলইডি টিভি, ষ্ট্যান্ড ফ্যান, ওয়াটার পাম্প, বালতি টিসার্টসহ বিভিন্ন পুরস্কার বিতরন করেন।
গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের মুরাদপুর ঈদগা মাঠ প্রাঙ্গনে এসিআই গোদরেজ’র আয়োজনে এবং জেলা প্রানী সম্পদ দপ্তর দিনাজপুরের সহযোগীতায় দ্বিতীয়বারের ন্যায় দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো হৃষ্ট পুষ্ট গরু‘র প্রদর্শনী ও পুরস্কার বিতরনী।
উথরাইল ইউপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহাবুবুর রহমান ও ভেটেনারী সার্জন এমএ জলিল প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিআই গোদরেজের স্থানীয় পরিবেশক মোঃ বেলাল হোসেন, গরু খামারী মো: মিলন।
বিভিন্ন জাতের গরু হৃস্ট পুস্ট করনের নেচারাল ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার সর্ম্পকে গরু খামারীদের উদ্দেশ্যে ধারনা উপস্থাপন করে পরামর্শমুলক বক্তব্য উপস্থাপন করেন এসিআই গোদরেজের নর্থ বেঙ্গল ক্যাটেলের টিম লিডার ডাঃ সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা বলেন, নির্বোধ অসহায় প্রানীগুলোর খাবার যেন শতভাগ ভেজালমুক্ত হয় সেদিকে প্রত্যেকের নজর রাখা যেমন জরুরী তেমনী তাদের যতেœ প্রত্যেককে সজাগ থাকতে হবে। মানুষের নিরাপদ খাদ্যের জন্যে গো-খাদ্যেও নিরাপদ হওয়া উচিৎ।