দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপরই একইস্থানে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি।
এছাড়াও ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে শহর আওয়ামী লীগ, সভাপতি ইমদাদ সরকার ও কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এর নেতৃত্বে কোতোয়ালি আওয়ামী লীগ, অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান ও উপাধ্যক্ষ হাসিনা আক্তার বানু এর নেতৃত্বে আদর্শ মহাবিদ্যালয়, সভাপতি আবু ইবনে রজব এর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।