জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার ঘোষণা দিয়েছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো নিশ্চিত করেছেন। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। হুইপ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, রাস্তা কালভার্ট, ব্রীজসহ মানুষের যাতায়াত, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সুবিধা ভোগ করছে জনগন। সার এখন কৃষকদের বাড়ীতে বাড়ীতে পৌছে যাচ্ছে। ধানসহ সকল ফসলের উৎপাদন বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনায় দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।
তিনি দিনাজপুর সদর উপজেলায় ৮৮ হাজার বাড়ীতে বিদ্যুৎ দেয়া হয়েছে। প্রতিটি গ্রামাঞ্চলের রাস্তা পাকাকরন করা হয়েছে। কালভার্টব্রীজ নির্মান করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে তরান্বিত করতে প্রতিটি স্কুল কলেজে ভবন সহ মানসম্পন্ন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে উন্নত করা হয়েছে।
গতকাল বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের ঘাষিপাড়াস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে ২০ কোটি টাকা ব্যয়ে জেলা সমাজসেবা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একই দিন সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে সুন্দরবন ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ৭৪ লাখ টাকা ব্যয়ে কালিকাপুর পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক স্টেফেন মুর্মু, শহর সমাজ সেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কালিকাপুর পাঠানপাড়া স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম প্রমুখ।