সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। বুধবার বিকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এ সময় প্রথম ধাপে বিজয়ী বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আবদুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা শপথ নেন। সেসময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের এমপি রতœা আহম্মেদ, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ প্রমুখ।