রাজশাহীর বাঘায় ৫২ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার মহদীপুর আওয়ালের মোড় থেকে এগুলো উদ্ধার করে বাঘা থানার পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে বাঘা সীমান্ত এলাকা থেকে এপাসি আরটি আর মোটরসাইলে নিয়ে এক চোরাকারবারি ৫২ বোতল ফেন্সিডিল নিয়ে উপজেলার দিকে আসছিল। এ সময় সে উপজেলার মহদীপুর আওয়ালের মোড় এলাকায় পৌছলে বাঘা থানার পুলিশের উপস্থিত টের পেয়ে চোরাকারবারি মোটরসাইলে ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে বাঘা থানার তদন্ত ওসি আবদুল ওহাব ও এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনেন। বিষয়টি নিশ্চিত করে ওসি তদন্ত আবদুল ওহাব।