দেশের খাদ্য ঊৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুম ২০১৯-২০ মৌসুমে ভান্ডারিয়া উপজেলার ৭শ কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে ভা-ারিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন। প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য বিনামূল্যে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮ ও নেরিকা), ডিএপি সার ১৫ কেজি ও এমপিও সার ১০ কেজি করে প্রদান করা হয়।