খুলনার পাইকগাছায় বাগদা পোনা বিকিকিনি উপর পৌর কর্তৃপক্ষের টোল চাঁপিয়ে দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। সম্মিলিত পোনা ব্যবসায়ী সংগঠণের উদ্যোগে প্রতিনিয়ত সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সংগঠণের পক্ষ থেকে আদালতে মামলার হুমকি দেয়া হয়েছে।
জানা গেছে, পাইকগাছা পৌরসভা অভ্যন্তরে ব্যক্তি মালিকানাধীন ও ভাড়াটিয়া ঘরে বাগদার পোনা বিকিকিনি করা হয়। অর্ধশত প্রতিষ্ঠানে প্রতি হাজারে ৫ টাকা করে পৌর কর্তৃপক্ষের টোল চাপিয়ে দেয়াকে কেন্দ্র করে সম্মিলিত পোনা ব্যবসায়ী সংগঠণ ও পৌরসভার মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। বিষয়টি প্রত্যাহারের দাবী জানিয়ে ইতোপূর্বে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে। গত ১০ এপ্রিল পৌর মেয়রের স্বাক্ষরিত টোল আদায়ের চিঠিতে ওই পোনা বাজার দেখিয়ে বাংলা ১৪২৬ সনের জন্য ইজারা প্রদান করা হয়েছে। ১ বৈশাখ ১৪২৬ বাংলা সন থেকে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ঠিকাদার ওই টোল আদায় করবেন।
বুধবার (১৭ এপ্রিল) সকালে সংগঠণের অস্থায়ী কার্যালয়ে রয়্যাল ফিস ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী ও সংগঠণের সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, সাজ্জাত আলী সরদার, জি এম ইকরামুল ইসলাম, জাহিদ হাসান মুন্না, এস এম মাহবুবুর রহমান, সুভাষ সানা মহিম প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভা বা সরকারি কোনো জায়গায় পোনা ব্যবসায়ীরা ব্যবসা করছেন না। স্ব-স্ব ঘর মালিক বা ভাড়াটে ঘরে রীতিমত পৌর ট্যাক্স ও পৌর নীতিমালা অনুযায়ী সকল কর-খাজনা প্রদান করে পোনা ব্যবসায়ীরা পোনা বিকিকিনি করছেন। অহেতুক চাপিয়ে দেয়া অবৈধ টোল বাতিল করা না হলে আদালতে মামলার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পৌরসভার উন্নয়নের স্বার্থে পৌর অভ্যন্তরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর ফিস ধার্য্য করা হয়েছে।