সিরাজগঞ্জের রায়গঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও শামীমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নূসরাত আজমেরী হক, উপজেলা প্রকৌশলী আবদুল বাছেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান, রায়গঞ্জ থানা তদন্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, রৌহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম, রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ আশরাফ আলী প্রমুখ। এছাড়াও শিক্ষক, শিল্পি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।