“স্বাস্থ্য সেবার অধিকার, “শেখ হাসিনার অঙ্গীকার” এই শ্লোলাগানকে ধারণ করে সারাদেশে মতো নোয়াখালীর সেনবাগেও শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ।বুধবার সকালে সেনবাগ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সএ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের নেতৃত্বে একটি র্যালী বে হয়। এরপর র্যালীটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিক, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা ঃ রফিকুল ইসলাম ,ডাঃ গোলাম আযম,ডাঃ নুরুজ্জামান সবুজ ,স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধূরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।