নীলফামারীর সৈয়দপুর পৌরসভার অন্তর্ভূক্ত বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের এমজিএসপি’র টিম লিডার মিস্টার কোবেনা ট্রাস্টটিস এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। তিনি গত ১৬ এপ্রিল বিমানযোগে সৈয়দপুরে এসে পৌছলে পৌর কর্তৃপক্ষ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর দিনব্যাপী বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন কালে তিনি সৈয়দপুর শহরের উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন শহীদ মৃধা সড়ক (ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর রোড), বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড), শের-ই-বাংলা রোডসহ নির্মাণাধীন ৯ তলা বিশিষ্ট সৈয়দপুর সিটি কমিউনিটি সেন্টারে যান। এসব প্রকল্প দেখে প্রতিনিধি দল অত্যন্ত সস্তুষ্টি প্রকাশ করেন। এরপর তারা সৈয়দপুর পৌরসভার সম্মেলন কক্ষে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্ট আকরামুল আজিজ, এসপিআই প্রজেক্টের ইএম জুলকার নাইফ, মিউনিসিপিলিটি ইঞ্জিনিয়ার মি. সিহাব, ডিপিডি-১ মনজুর আলী, এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সোনিয়া নওরিন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ শাহিন আক্তার শাহিন, প্যানেল মেয়র-৩ জাহানারা পারভীন, পৌর সচিব শ্রী অসীত কুমার, প্রকৌশলী আবদুল খালেক, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহনেওয়াজ হোসেন শানুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌরসভার প্রকৌশলী আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে সৈয়দপুর পৌরসভার অন্তর্ভূক্ত আরও তিনটি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। এগুলো হলো- পৌর শিশু পার্ক নির্মাণ, বাস ও ট্রাক টার্মিনাল আধুনিকরণ ও আবর্জনা পরিশোধনাগার ডাম্পিং পয়েন্ট তৈরী। অতিদ্রুত এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়াসহ সার্বিক উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমে সৈয়দপুরকে একটি আধুনিক ও ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পৌর পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তারা।