“নুসরাত ঘুমাও শান্তিতে-আমরা জেগে আছি তোমার হত্যার বিচার দাবিতে” এই শ্লোগানে চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের দশমাইল-রংপুর মহাসড়কের ভূষিরবন্দরে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সরকারী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ফাইনালবর্ষের ছাত্রী মোর্শেদা খাতুন শিলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা, বর্ণমালা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক নিপা সাহা, বহুব্রীহির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন দুলু, জেএসকেএস’র নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, ভূষিরবন্দর দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ বিশ্বাস, সহকারি শিক্ষিকা শিরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও অগ্নিসংযোগ করে হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে এনজিও সংগঠন জেএসকেএস, বহুব্রীহি, বর্ণমালা শিক্ষা নিকেতন, বৈকুন্ঠপুর টেকনিক্যাল এ- বিএম কলেজ, ভূষিরবন্দর ছমিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন।