মোল্লাহাটে পিছন থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রাকের চাপায় ছেলের চালিত ভ্যান আরোহী জয়তুন বিবি (৬৫) নামের এক মহিলার মর্মান্তি মৃত্যু হয়েছে। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলাধীন কাহালপুর নামক স্থানে গতকাল বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়তুন বিবি এ উপজেলার রাজপাট গ্রামের মৃত আরোজ আলী শেখের স্ত্রী।
নিহতের আপনজনরা জানায়, নিজের ছেলে মোঃ হাফিজ শেখের চালিত ভ্যানে চড়ে বাড়ী হতে কাহালপুর এক আতœীয়ের বাড়ীতে যাচ্ছিলেন তিনি। চলতিপথে পেছন দিক থেকে ধেয়ে আসা ট্রাক চাপা দিলে তার মৃত্যু এবং ছেলে আহত হয়। এ ঘটনায় তারা কোন মামলা বা আইনি ঝামেলায় জড়াতে চাননা বলেও জানান।
এ বিষয়ে হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মলয় জানান-ঘাতক ট্রাক খুলনা মেট্রো-ট-১১-০৫৭৫ দুর্ঘটনা স্থলে রেখে চালক পালিয়ে যায় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।