মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ ঐতিহাসিক মুজবনগর দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী ও মুন্সি তানজিল হোসেন।