কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে গত মঙ্গলবার (১৬এপ্রিল) বিকেল ৫ টায় অফিস সম্মেলন কক্ষে সেরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, নাজির, অফিস সহকারী, জারিকারক ও সকল ভূমি অফিসের অফিস সহায়কদের পুরষ্কৃত করা হয়। এর মধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসের সেরা কর দাতাদের উপহার সরুপ ক্রেস্ট দেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম হাফিজুর রহমান। সেরা কর দাতাদের মধ্যে বক্তব্য রাখেন, গাজিরচর ইউনিয়নের আবদুল হান্নান, পিরিজপুর ইউপি চেয়ারম্যা মোঃ জাফর ইকবাল জুয়েল। এছাড়া, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম হাফিজুর রহমান সেরা ভূমি সহকারী হিসাবে, পিরিজপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ এমদাদুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার মোঃ আবদুল মমিন, অফিস সহাকারী আবদুস সালাম, জারিকারক মোঃ ইদ্রিস মিয়াকে শৃঙ্খলা ও সেরা কর্মকান্ডের জন্য পুরষ্কৃত করা হয়।