ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১ টায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে জেলা নারী যোগাযোগ কেন্দ্র আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম নীলফামারী জেলা শাখা, জেলা যুব মহিলা লীগ, জেলা যুব নেটওয়ার্ক, নীলাচল দুস্থ মহিলা কল্যাণ সমিতি, থানাপাড়া নারী মিলন কেন্দ্র ছাড়াও কয়েকটি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীপেশার সহ¯্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক ফরিদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, নারী নেত্রী আরিফা সুলতানা লাভলী প্রমূখ। বক্তারা বলেন, নূসরাত জাহান রাফি হত্যার মূল হোতা এস.এম সিরাজ উদ দৌলাসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাবে ভবিষ্যতে এরকম অপরাধ করার সাহস কেউ না পায়।