চট্টগ্রামে সাংবাদিক সোলেমান আকাশকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার রাত ১১টায় ফটিকছড়ির ধর্মপুর এলাকায় ওই হামলার ঘটনাটি ঘটে। আহত আকাশ দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে। এ ঘটনায় আটক তিনজনের মধ্যে নঈম উদ্দিন (২৪) নামে একজনের নাম জানা গেছে। নঈম হামলার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার রাত ১১ টায় আজাদী বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে সাংবাদিক আকাশের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় আকাশের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে তাঁর হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। ফটিকছড়ি থানার পরিদর্শক আরিফুর রহমান জানান, আজ বুধবার সকালে আহত ওই সাংবাদিককে পুলিশ সুপার নুরে আলম মিনা দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।