বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে দরিদ্র কৃষকদের মাঝে আউন ধান চাষে প্রনোদনা কর্মসুচীর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৫টি ইউনিয়নের দরিদ্র ৯শত কৃষকদের মাঝে আউশ ধান চাষের জন্য এই প্রদণা বিতরন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত। উপজেলার ৫টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১শত ৮০জন কৃষক সার ও বীজ পেয়েছেন। জমিতে আউশ ধান চাষের জন্য প্রতিজন কৃষককে ৫কেজি বীজ ধান, ড্যাপ ১৫ কেজি ও পটাশ সার ১০ কেজি করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীরীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি আ.রশিদ শিকদার প্রমুখ।