বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের স্বপ্ন সবুজের সমারোহ। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মত সবুজ ধানের পাতাগুলো দোল খাচ্ছে। মাঠে মাঠে সোনালী ধানে র্শীষ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শুন্য গোলা, চলতি বোরো মৌসুমে এমনটাই আশা ছিলো চাষীদের।
বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে ক্ষেতে ইঁদুরের উপদ্রবের পর এবার ধান পাকা শুরু করেছে মাঠে সোনালী ধান কিন্তু নতুন করে ধান ক্ষেতে পাতাপোড়া রোগ (বিএলবি রোগ) দেখা দেয়ায় বিপাকে পড়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার বোরো চাষীরা। কীটনাশক প্রয়োগ করেও রোগ মুক্ত হচ্ছেনা আক্রান্ত ধান ক্ষেত। ফলে জমির ধানগুলো চিটা হয়ে যাওয়ায় আশংখায় দিশেহারা হয়ে পরছেন কৃষকরা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে উপজেলার বাকাল গ্রামের ব্লক ম্যানেজার চাষী জাকির খান জানান, গত কয়েকদিনের অতিবর্ষণের পর প্রথমে দুই একটি ধানের পাতা পুড়ে যায়। পরবর্তীতে পুরো জমির ধানের পাতাগুলো পুড়ে দ্রুত পাশ্ববর্তী জমিগুলোতে ছড়িয়ে পরেছে। ওষুধ ছিটিয়েও বোরো ধানের এ পাতা পোড়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা। তিনি আরও জানান, পাতা পোড়া রোগের কারণে তার আবাদি জমির ধান নষ্ট (চিটা) হয়ে যাবার আশংখ্যা রয়েছে।
চাষী বাবুল মিয়া জানান, তিনি আগেও বোরো ধানের চাষ করেছেন। তবে এবারই প্রথম তার জমিতে পাতাপোড়া রোগ দেখা দিয়েছে। শুরুতে ফলন বেশ ভালো হয়েছে। এখন ধান পাকার কয়েকদিন বাকি থাকতেই পাতা পোড়া রোগের কারণে অনেক ধান নষ্ট হয়েছে।
পয়সার হাট এলাকার চাষী রব ফকির জানান, চলতি মৌসুমে বোরো আবাদের পর সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় তারা বাম্পার ফলনের আশা করেছিলেন। এখন ধান পাকার পূর্বমুহুর্তে জমিতে পাতা পোড়া রোগে আক্রান্ত করেছে। গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে বোরো ক্ষেতে হাঁটু সমান পানি জমেছে।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্পসানর কর্মকর্তা দোলন চন্দ্র রায়, তিনি ধানের পাতা পোরা (বিএলবি) রোগের সত্যতা স্বিকার করেন। তবে তিনি আরো বলেন, ধানের ফলনে কোন ঘারতি হবে না।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদি মো. নাসির উদ্দিন মিয়া, চলতি বছর উপজেলায় ১০ হাজার ৫শত হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে। ধানে ফলন ভালো হবে। কিছু কিছু জায়গায় ধানে পাতা পোরা রোগ দেখা দিয়েছে। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দিয়েছি। অতি বৃষ্টির কারণে ধান গাছ নড়ম হয়ে যাওয়াতে বেকট্রেরিয়া জনিত রোগ (বিএলবি) অক্রান্ত করেছে। মাঠের ধান বের হয়ে গেছে, এখন ধান পাকা শুরু করেছে। তাই বিএলবি রোগে তেমন ক্ষতি হবে না।