ফরিদগঞ্জে ভূমি সেবা সপ্তাহ সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার সকালে সমাপনি অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতা হিসেবে মাও. সহিদুল্ল্যাকে সম্মননা প্রদান করা হয়। এ ছাড়া সেবা সপ্তাহে সেরা কর আদায়সহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়। সমপানি অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মমতা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলী আফরোজ, কানুনগো আব্দুল্ল্যা আল মাহমুদ, নাজির পিন্টু লাল সাহা, সাভেয়ার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা ভুমি অফিস সূত্র জানায়, সেবা সপ্তাহে মোট ৫ লক্ষ ৬৩ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। এ ছাড়া ৭১৪জন সেবা গ্রহিতা সেবা গ্রহণ করে, অনলাইনে ১১০টি নামজারির আবেদন করা হয় এবং চুড়ান্ত হয় ৮১টি।