ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৩টি মাধ্যমিক প্রতিষ্ঠান ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে হাইজিন প্যাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রীর বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাঈনুল হাসান উপস্থিত ছিলেন। ইউপি সদস্য জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলী আফরোজ, সহকারি কমিশনার(ভূমি) মমতা আফরিন, এলজিএসপি সহকারি প্রোগ্রামার হারুনুর রশিদ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে হারমনোনিয়াম ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।