ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর পালন করা হয়। গতকাল বুধবার মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা দিবসের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যা তপাদার, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার সারোয়ার হোসেন প্রমুখ।