ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ২৩তম দিনে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ভিসি ড. এসএম ইমামুল হকের পদত্যাগের দাবী সম্মিলিত নানা শ্লোগান দেয়া হয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও শিক্ষক সমিতি।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের অবগত না করায় তার প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এরপরে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হক। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৬ মার্চ বিকেল থেকে জোরদার আন্দোলন শুরু করে। এরপর ২৮ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে হল ত্যাগের নির্দেশ দেন শিক্ষার্থীদের। তবে হল ত্যাগের ঘোষনা বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।