নানা অয়োজনে বরিশাল নগরীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপিত হয়েছে। সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরের জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ আর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ ছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।