অবশেষে নৌ-মন্ত্রণালয়ের আশ^াসে নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌযান লেবার অ্যাসোসিয়েশনের ডাকা অর্নিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে বুধবার সকালে বরিশাল থেকে যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযান চলাচল শুরু করেছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন মাষ্টার জানান, সোমবার রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌযান লেবার অ্যাসোসিয়েশন ১১ দফা দাবিতে অর্নিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে করে সকল নৌযান বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পরে। এনিয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বৈঠকে সিদ্ধান্ত হয় ১১ দফা দাবীর মধ্যে সাতদফা দাবী আগামি ৪৫ দিনের মধ্যে সমাধান করবে নৌ-পরিবহণ মন্ত্রণালয়, মালিক ও শ্রমিকদের সাথে যৌথ সমন্বয় সভার মাধ্যমে। অপর চারটি দাবী বিবেচনায় এনে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ আশ^াস পেয়ে সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে।