দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ টায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ ও উপজেলা স্বাস্থ্য কমলেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। র্যালী শেষে হাসপাতাল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।