শেরপুরের নালিতাবাড়ীতে আজ বুধবার কৃষকদের মাঝে আউশ ধান ফসলের প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে, নালিতাবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকের মাঝে খরিপ-১/২০১৯-২০ মৌসুমের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৩২০জন কৃষকদের মাঝে প্রণোদনা প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘা আউশ ধান আবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পা। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৪০০জন, নন্নী ইউনিয়নের ১৫০জন, রাজনগর ইউনিয়নের ৪০জন, নয়াবিল ইউনিয়নের ১১০, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২০০জন, কাকরকান্দি ইউনিয়নের ২৫০জন, নালিতাবাড়ী ইউনিয়নের ৫০জন, রূপনারায়ণকুড়া ইউনিয়নের ৮০জন, বাঘবেড় ইউনিয়নের ৪০জনসহ মোট ১,৩২০জন কৃষক আউশ চাষে প্রণোদনা পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান। নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফ ইকবালসহ প্রমুখ।