সিরাজদিখানে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে “মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, মুক্তিযুদ্ধকালীন ২ থানার কমান্ডার আলী আহমেদ বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, থানা কর্মকর্তা ইনচার্জ ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খায়ের প্রমুখ।