মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে নকল ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগের ভিত্তিতে কেন্দ্র বাতিল এবং ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে অব্যহতি দেয়া হয়েছে। অপরদিকে দায়িত্ব অবহেলার কারণে পৌর শহরের সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২জন কক্ষ পরিদর্শককে অব্যহতি দেয়া হয়েছে। মঙ্গলবার আলিম পরীক্ষা চলাকালে দুই মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এ পদক্ষেপ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষা চলাকালে উপজেলার নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় সেখানে প্রকাশ্যে নকল করা হচ্ছে। এ ছাড়া সেখানে অব্যবস্থাপনাসহ দায়িত্ব পালনকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকলের সহযোগীতা করার অভিযোগ মেলে। এমন ঘটনা দেখার পর ওই কেন্দ্র বাতিল ঘোষণাসহ দায়িত্বরত সকলকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। তিনি আরো নিশ্চিত করে বলেন, কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা শুরু থেকে ওই কেন্দ্রে যা ঘটেছে সে ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে। বাতিল করা কেন্দ্রের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশ্ববর্তী রাজগঞ্জ ডিগ্রী কলেজে।
অপরদিকে পৌর শহরে অবস্থিত সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২ শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি প্রদান করা হয়েছে। তারা হলেন উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ আক্তারুজ্জামান ও হাজরাকাটি আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ মতিউর রহমান। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী।