কলিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৮৬ নং চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ সড়কে জীবনের মায়া ত্যাগ করে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
বিদ্যালয় ভবনটি ১৯১০ সালে স্থাপিত হয়েছিল। দীর্ঘ সময়ে ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিন শতাধিক শিক্ষাথীকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই শিক্ষা দান কার্যক্রম চলানো হচ্ছে ঐ ভবনে। এহেন ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস পরিচালনায় দুর্ঘটনা ঘটলে দায়দায়িত্ব কে নেবে? এমন প্রশ্ন অভিভাবক মহলের। সরজমিন গেলে প্রধান শিক্ষক সাহেদ নেওয়াজ বলেন, সুনামের সাথে তারা শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন বহুদিন। ভগ্নগৃহের কারণে সমস্যা হচ্ছে। ১৯৯৬ সালে একটি এক তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়েছিল। বিদ্যালয় সংলগ্ন টিনশেডের আধাপাকা ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ, জরার্জীন অবস্থায় থাকলেও শ্রেণি কক্ষের অভাবে সেখানে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নের পথে অন্তরায়। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। স্কুলে বর্তমানে ৩৫০ জনের অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় শতভাগ পাশ সহ প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী বৃত্তি প্রাপ্ত হচ্ছে। এছাড়াও সহ-শিক্ষা ক্রমিক কার্যাবলিতে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে। তাহা ছাড়া জে এস সি ও এস এস সি পরিক্ষায় ভেন্যু কেন্দ্র হিসাবে বিদ্যালয়টি ব্যবহৃত হচ্ছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ভবন এর জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও তার কোন প্রতিকার পাওয়া যায়নি। স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা বিষয়টি বিবেচনা সাপেক্ষে উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।