আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের তেঁতুলিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গনে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বুধবার (১৭ এপ্রিল)।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, মুফাসসিরে কুরআন আলহাজ¦ হাফেজ মাওঃ মুফতী হাফিজুর রহমান (হাফেজী)। ২য় বক্তা জাতীয় মুফাসসির পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ¦ মাওঃ মনিরুল ইসলাম বিলালী। অতিথি থাকবেন ব্যবসায়ী আলহাজ¦ গোলাম মোস্তফা সরদার। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জি এম কাওসার আলি গাজী। পরিচালনা করবেন হাফেজ মোঃ আবদুল আলিম। তেতুলিয়া বজার কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাবু আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে মাহফিলে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।