আশাশুনিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১০.৩০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পদ্দার মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। পরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডাঃ সউদ বিন খায়রুল আনাম, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ আশিকুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সিস্টার কল্পনা রানী, স্বপ্না রানী, সাজেদা ব্গেম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সেবা সপ্তাহ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্তমান সরকারের স্বাস্থ্য সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।