আশাশুনি উপজেলার কুল্যায় শুশক সংরক্ষণে সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় দক্ষিণ কুল্যা গ্রাম সমিতি (এসডিএফ) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শুশুক (ডলফিন) সংরক্ষণ বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তথ্য বহুল ও চিত্র সম্বলিত আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্টের ফ্যাসিলেটেটর জুবাইর হুসনা ফাহাদ। শরণ কুমার চৌহানের সঞ্চালনায় গ্রাম সমিতির সভাপতি আয়শা খাতুননের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ সাফিউল্লাহ, সাংবাদিক গোলাম মোস্তফা, প্রজেক্টের সুপারভাইজার মুরারী মোহন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।