সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে আঃ হামিদ (৫৫) নামে এক কৃষকের পা ভেঙ্গে দিয়েছে। বর্তমানে ওই কৃষক পঙ্গুত্ব জীবণ যাপন করছেন বলে অভিযোগ উঠেছে। আহত কৃষক উপজেলার চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে। মঙ্গলবার সকালে আহত কৃষক সাংবাদিকদের জানান-গত ২৪মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতিকের সমর্থক হিসাবে মদনপুর ভোট কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে বকুলতলা মোড়ে পৌছালে মদনপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টোর সাথে কিছু ব্যক্তি কথাকাটা কাটি করছিলো। এ সময় সময় তিনি সকলকে শান্ত হতে বলেন এবং রাস্তা থেকে সরে যেতে বলেন। এ কথা বলাতে মোস্তাফিজুর রহমান মোস্তাক, মছিকুর রহমান ও রকুনুজ্জামান ক্ষিপ্ত হয়ে ভুট্টোকে ছেড়ে দিয়ে কৃষক আঃ হামিদকে ধরে ইট দিয়ে পিটিয়ে তার ডান পায়ের হাঁটু মালা ভেঙ্গে দেয়। পরে তিনি গুরুত্ব জখম হয়ে যশোর হাসপাতালে ভর্তি হন। সে থেকে তিনি পঙ্গুত্ব জীবণ যাপন করছেন। এদিকে কৃষক আঃ হামিদ বলেন-তিনি পরের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। পরিবারে একটি ছেলেকে স্কুলে পড়ান। বর্তমানে তিনি পঙ্গু হয়ে পড়াতে সংসার চালাতে হিমসিম খাচ্ছে। তিনি এঘটনার বিচার দাবী করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।