সাতক্ষীরার কলারোয়ায় পানিতে পড়ে গিয়ে শরিফ হোসেন (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাদিয়ালী গ্রামের মোবাশ্বের হোসেনের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ওই শিশু খেলতে খেলতে বাড়ীর পাশ্বে একটি পুকুরে পড়ে গিয়ে মারা যান। এ বিষয়ে নিহতে মামা সাইফুল্যাহ কলারোয়া থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে নিহতের বিষয় নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছেন। থানার কর্মকর্তা ইনচার্জ মনিরুজ্জামান জানান-কারো কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় শিশুটির লাশ বিনা ময়না তদন্তে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।