জেলার গৌরনদী উপজেলার ২৫ জন কৃষক-কৃষানীদের সৌর শক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির উপর তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে উপজেলার বিল্বগ্রাম কৃষি মাঠ দিবসের অনুষ্ঠানে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার, উদ্ভিব সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লা।