গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ কাঁচামালের বাজার ব্যবসায়ীরা ইজারাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট করেছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। দুপুরে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, সরকার নির্ধারিত খাজনা আদায়ের রশিদ বা সাইনবোর্ড না থাকায় কয়েক বছর ধরেই কাঁচামালের বাজারে অনিয়ম ও জুলুম চলছে বলে অভিযোগ কাঁচাবাজারের ব্যবসায়ীদের। ইজারাদারদের রেষারেসিতে দুই-তিনগুণ বেশী টাকায় ইজারা নিয়ে সে টাকা আদায় করা হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে। আর এ খাজনা আদায় নিয়ে প্রতিদিনই ঘটছে নানা রকম ঘটনা। আবার ইজারাদার ইচ্ছামতো মোটা অংকের টাকা নিয়ে নতুন নতুন দোকান বসিয়ে দিচ্ছে।
কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, কাঁচা বাজারটি বহুলোকের কর্মসংস্থান করেছে। বাজারের ইজারাদাররা তাদের ইচ্ছামত দুই বছর ধরে নানা অনিয়ম ও লুটপাট চালিয়ে বাজারটি ধ্বংসের পায়তারা করছে। এসব অনিয়ম ও অত্যাচার নিয়ে আমরা কাঁচা বাজারের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। অতিরিক্ত খাজনা আদায় বন্ধ ও অনিয়মের কারণে বাজারটি যেন বন্ধ না হয় এসব বিষয়ে আমরা কাঁচাবাজারের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছি। এ বাজার আমাদের রুটি রোজগারের জায়গা। এ নিয়ে কোন পায়তারা করা হলে তা মেনে নেয়া হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, বাজার ইজারাদারের সাথে কাঁচা বাজার ব্যবসায়ীদের খাজনা আদায় নিয়ে মতোবিরোধ সৃষ্টি হয়। উভয় পক্ষের সঙ্গে বসে সমাধান দেয়া হবে।
কাপাসিয়া বাজারের ইজারাদার মোঃ মোশারফ হোসেন বলেন, আমি ৬০ লাখ টাকায় বাজার ইজারা নিয়েছি। আমি খালি জায়গায় দোকান বসাইতেই পারি। যাদের ব্যবসা করতে ভাল লাগেনা তারা চলে যাবে। অনেক নতুন ব্যবসায়ী আমার কাছে আসতেছে দোকান নেয়ার জন্য। আমার বিরুদ্ধে কেউ কোন রকম চক্রান্ত করলে তাকে দোকান থেকে উঠিয়ে দেয়া হবে।