কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হোমনা পৌরসভা একাদশ আসাদপুর ইউনিয়নকে ৬-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় পৌরসভা। গোল খেয়ে আসাদপুরের খেলোয়াড়েরা গোল শোধ করতে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে। দ্বিতীয়ার্র্ধে কিছুটা আক্রমণে এসে শাকাতুল্লাহ্র পা থেকে একমাত্র গোল পায় আসাদপুর ইউনিয়ন। তারপর আর কোনো আক্রমণ শানাতে না পেরে আরও তিনটি গোল হজম করতে হয় আসাদপুর ইউনিয়নকে। তবে পুরো খেলায় দৃষ্টিনন্দন খেলে হোমনা পৌরসভা জয়ী হয়ে মাঠ ছাড়েন খেলোয়াড়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন পৌরসভার পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় মি. সু। হোমনা পৌরসভা একাদশের পক্ষে গোল করেন- সাইদুর ২ গোল, সু ২, শেখ কামারা ১ ও সুমন ১ গোল করেন।