পরপর দু’বার নির্বাচিত জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির কালিগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা আজিজ আহমেদ পুটুকে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির কালিগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ আজিজ আহমেদ পুটুকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল হামিদ, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,ক্যাশিয়ার মাহবুবর রহমান মুকুল, অফিস সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় গাড়ির মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।