‘স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনের পরপরই কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা সপ্তাহের কর্মসূচি শুরু করেন। উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের স্যানিটারী ইন্সপেক্টর আবদুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সেলিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ। এ সময় মেডিকেল কর্মকর্তা বাবুরাম মন্ডল, বাংলাদেশ ক্লিনিক এ- ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিলন কুমার ঘোষ, নবযাত্রা প্রকল্প’র কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হবে এবং সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।