চিরিরবন্দরে ফতেজংপুর উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩ টায বিদ্যালয মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিঃথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী। বিদ্যালয় সভাপতি মোঃ শরাফত আলী শাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, স্থানীয় ফতেজংপুর ইউপি চেযারম্যান নুর মোহাম্মদ লুনার প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।