জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক শফিক জামান লেবুর দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পরিবারের পক্ষ থেকে শহরের পৌর কবরস্থান সংলগ্ন জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় দোয়া ও কুলখানি আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির ষ্টাফরিপোর্টার/জামালপুর প্রতিনিধি,সাংবাদিক শফিক জামানের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি জাকারিয়া। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইন সহ অন্যান্য সাংবাদিক, মাদ্রসার ছাত্র, সূধীবৃন্দ ও আত্মীয়রা এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে গত ১২ এপ্রিল শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনি মৃত ঘোষনা করে।