‘স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা পরিষদ মলিনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ কাশেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আমিনুর ইসলাম, লালমনিরহাট সদর হাসপাতলের তত্বাবধায়ক ডাঃ গোলাম মোহাম্মদ, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতিক, গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, বিশিষ্ট সমাজ সেবী, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, জেলা ক্লিনিক এ- প্যাথলজি মালিক সমিতির সহ-সভাপতি আলা উদ্দিন, জেলা ক্লিনিক এ- প্যাথলজি মালিক সমিতির সাধারন সম্পাদক মনজুম আলী প্রমুখ।
৭ দিন ব্যাপী সেবা সপ্তাহে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ সেবা প্রদান, স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা, র্যালী, স্বেচ্ছায় রক্ত দান, স্কুল হেলথ প্রোগাম পরিদর্শন, বিভিন্ন স্থানে সরকারের স্বাস্থ্য সেক্টরের অগ্রগতি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
উদ্বোধনী সভায়, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক বৃন্দসহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।