কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর ও নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামানকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম শাহ আলম সরকারের সভাপতিত্বে এবং আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য মো. আবদুল জলিল সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে.এম আনিছুর রহমান, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব আলী, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বেগম চামেলি প্রমুখ। এ সময় উপজেলার সকল স্কুল এবং মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।