দেবহাটা উপজেলা যুবলীগের নতুন কমিটির পরিচিতি সভা মঙ্গলবার বিকাল ৫ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সহ-সভাপতিদের মধ্যে তাজরুল ইসলাম, গোলাম মঈনুদ্দীন, রবিউল ইসলাম মধু, আলহাজ¦ আবদুল আলিম, অজয় মন্ডল, আসাদুজ্জামান আসাদ, রমজান মোড়ল, যুগ্ম সাধারন সম্পাদক মহাব্বত আলী, হালিম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, দপ্তর সম্পাদক আবু রায়হান, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রব লিটুসহ উপজেলার নতুন কমিটির সকল সদস্য ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।