দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে গত রবিবার থানায় পৃথক ২ টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় র্যাব রংপুরের সদস্যরা গত রবিবার বিকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী কবিরুল ইসলামের(৩০) বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ কবিরুলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। অপরদিকে গত রবিবার রাতে নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আশুড়ার বীলের পিকনিক স্পট থেকে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট গ্রামের আবদুর রশিদের ছেলে রাসেল বাবু (২০)কে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।